সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, পাঁশকুড়া: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে (Panshkura Super Specialty Hospital) প্রাইভেট সংস্থার রিলায়েবল (Reliable private company) আসার আগে এসেছিল গ্লোবাল নামের একটি সংস্থা। সেই সংস্থায় কর্মীরা ১২ হাজার টাকা করে বেতন পেতেন। রিলায়েবল আসার পর ওই সংস্থা মাইনে দিত আট হাজার করে।
প্রতিবাদ করলেই কাজ ছাড়ার জন্য জোর করত জাহির,না শুনলে কপালে জুটত অ্যাম্বুলেন্স দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলার হুমকি!! ঘুষি মেরে ফাটিয়ে দিয়েছিল এক কর্মীর নাক,জাহিরের বিরুদ্ধে আরও অভিযোগ প্রকাশ্যে।
ঘটনার প্রতিবাদ করলে কর্মীদের পেছনে লেগে যান জাহির (Jahir)। প্রতিবাদ করলে ওয়ার্ডবয়দের দিয়ে বাথরুম পরিষ্কার করাত জাহির। বর্তমানে যে রুমটি সিল করা হয়েছে সেই ১৫৭ নম্বর ছাড়াও আরও অনেক রুম ছিল জাহিরের,সেই রুম গুলিতে কুকর্মের জন্যে অনেক মেয়েদের ডাকতো।
আরও পড়ুন- দিঘায় উৎসবের ছোঁয়া, সুভদ্রাকেই দুর্গা রূপে পুজো
পছন্দ না হলে কাজ ছাড়ার জন্যে জোর করত জাহির। এমনকি এক কর্মীকে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেওয়ার রেকর্ড ও রয়েছে জাহিরের নামে। জাহিরের নামে আরও অভিযোগ জাহিরের যে অ্যাম্বুলেন্সগুলি ছিল সেই অ্যাম্বুলেন্স দিয়ে ধাক্কা মেরে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত এই জাহির।সব মিলিয়ে এই জাহিরের গ্রেফতারির পরেই সামনে আসছে তার সমস্ত কুকীর্তি।
দেখুন আরও খবর-